হোয়াটসঅ্যাপ মার্কেটিং সফটওয়্যার ডকুমেন্টেশন

Get common answers about Our Software issues, errors, installation, code compiling and other information about WhatsGrow Application.

১। হোয়াটসঅ্যাপ ও হোয়াটসঅ্যাপ মার্কেটিং সফটওয়্যার- এর মধ্যে পার্থক্য কি?

হোয়াটসঅ্যাপ আনুষ্ঠানিকভাবে ২০১৮ সালের জানুয়ারীতে হোয়াটসঅ্যাপ বিজনেস নামে একটি নতুন অ্যাপ চালু করে। এটি একটি সম্পূর্ণ নতুন অ্যাপ্লিকেশন যা মোটামুটি সাধারণ হোয়াটসঅ্যাপের মতো। এই অ্যাপটি মূলত ব্যবহার হয় ছোট ব্যবসাগুলোতে ব্যবসায়ী ও গ্রাহকদের মধ্যে যোগাযোগ রাখতে। অ্যাপটি ব্যবহার করে বিজ্ঞপ্তি পাঠানো, অর্ডার সম্পর্কিত তথ্য পাঠানো, বিশেষ ছাড়ের অফার এবং অন্যান্য তথ্য পাঠানোর জন্য খুবই কার্যকর হতে পারে। আর হোয়াটসঅ্যাপ মার্কেটিং সফটওয়্যার WhatsGrow দিয়ে আপনি আপনার কাস্টমারের কাছে খুব সহজেই ভিডিও, ইমেজ, প্রমোশনাল অফার, ডিসকাউন্ট, পিডিএফ ও আরো অনেক কিছু শেয়ার করতে পারবেন যা সাধারণ এসএমএস টুল দিয়ে এতো দিন সম্ভব হতো না। এই সফটওয়্যার এর মাধ্যমে শুভেচ্ছা সহকারে কাস্টম মেসেজ পাঠাতে পারবেন যেমন: গ্রাহকের নাম সম্বোধন করে মেসেজ পাঠাতে পারবেন। যে সকল নাম্বার আপনার মোবাইলে সংরক্ষণ আছে বা যে সকল নাম্বার আপনার মোবাইলে সংরক্ষণ করা নেই, সকল নাম্বারেই মেসেজ পাঠাতে পারবেন অতি সহজে বিনামূল্যে। 

টেকনোলজি

  • Microsoft VB.NET 4.5 – https://docs.microsoft.com/en-us/dotnet/visual-basic/
  • Selenium Browser Automation – https://www.seleniumhq.org/
  • .NET Framework 4.5 & তার পরের ভার্সন
  • Works on Windows 10 & তার পরের ভার্সন
  • এই সফটওয়্যার টি মোবাইল , Linux, Android, Apple Macintosh,অন্যান্য ডিভাইস ও অপারেটিং সিস্টেম গুলোতে ব্যবহার করা যাবে না
  • Visual Studio 2015 & ও তার পরের ভার্সন ব্যবহার করুন. আপনি চাইলে free express edition ব্যবহার করতে পারবেন

২। WhatsGrow কার জন্য?

আপনার ব্যবসা প্রতিষ্ঠানের যেকোনো পণ্যে বা সেবার প্রচার দ্রুত সময়ের মধ্যে আপনার নিয়মিত গ্রাহকের কাছে পণ্যের গুণাবলীরসাথে ছবি,ভিডিও সহ পাঠানোর জন্য এর চেয়ে ভালো কোনো মাধ্যমে এখন পর্যন্ত নেই।

WhatsGrow ছোট ও মাঝারী ব্যবসাগুলোর জন্য একটি কার্যকরী মার্কেটিং সফটওয়্যার। এটি অনেক ব্যবসা ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে যেমন: ক্ষুদ্র উদ্যোক্তা, কোচিং সেন্টার, স্কুল-কলেজ, রেস্টুরেন্ট, ছোট ইকমার্স ব্যবসা, ফান্ড কালেকশন, হোম মেইড পণ্যের প্রতিষ্ঠান, যেকোনো পণ্যের দোকান অথবা রিয়েল এস্টেট কোম্পানি ইত্যাদি ইত্যাদি। ব্যবসায়িক মেসেজ আদান প্রদানের পাশাপাশি গ্রাহকের জন্মদিন বা কোনো বার্ষিকী ইত্যাদিতে গ্রাহকদের কাস্টম হোয়াটসঅ্যাপ বার্তা দিয়ে শুভেচ্ছা জানাতে পারবেন বিনামূল্যে, অতি দ্রুত ও সহজে।   

প্রতি এক ঘণ্টায় পাঁচ হাজার মোবাইল নাম্বারে খুব সহজেই ডিজিটাল মেসেজ পাঠাতে পারবেন। ফলে আপনার ছোট ব্যবসার সব খবর খুব দ্রুত গ্রাহকদের কাছে পৌঁছে যাবে। 

এছাড়া, আপনি সকল মেসেজ পাঠাতে পারছেন সম্পূর্ণ ফ্রী তে। সুতরাং, আমাদের সফটওয়্যারটিতে বিনিয়োগের উপর রিটার্ন খুব দ্রুত পেয়ে যাবেন।

৩। WhatsGrow এর মূল উপকারিতাগুলো কি কি?

কোটি কোটি মানুষ ইতিমধ্যে তাদের দৈনন্দিন জীবনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করছে। এটি ব্যবসায়ের জন্য ব্যবহার করে আপনি আপনার প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রচুর পরিমাণে ট্র্যাফিক আনতে পারেন যা আপনার ব্যবসায়ের বৃদ্ধি নিশ্চিত করবে। ব্যবসায়ের লক্ষ্যবস্তু দর্শকদের বেশিরভাগ ইতিমধ্যে হোয়াটসঅ্যাপের ব্যবহারকারী । অতএব WhatsGrow সফটওয়্যারটিতে এককালীন ছোট একটি বিনিয়োগ করে লাইফটাইম ফ্রি মেসেজ পাঠান যত ইচ্ছা তত!

৪। প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি?

  • এই মার্কেটিং টুলটির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি আপনার কাস্টমারের কাছে খুব সহজেই ভিডিও, ইমেজ, প্রমোশনাল অফার, ডিসকাউন্ট, পিডিএফ ও আরো অনেক কিছু শেয়ার করতে পারবেন যা সাধারণ এসএমএস টুল দিয়ে এতো দিন সম্ভব হতো না।
  •  
  • ব্যবহারকারী বা অন্যান্য ভেরিয়েবলগুলিকে সরাসরি “WhatsGrow” এর মাধ্যমে শুভেচ্ছা সহ ব্যক্তিগতকৃত বার্তাগুলো তৈরি এবং প্রেরণ করতে পারবেন।
  •  
  • নাম্বারসমূহ (CSV or TXT) ফাইল থেকে সরাসরি আপলোড করতে পারবেন। প্রয়োজনে কপি পেস্ট করেও আপলোড করতে পারবেন।
  •  
  • যে সকল নাম্বার আপনার মোবাইলে সংরক্ষণ করা আছে বা যে সকল নাম্বার আপনার মোবাইলে সংরক্ষণ করা নেই, সকল নাম্বারেই মেসেজ পাঠাতে পারবেন।
  •  
  • সকল নাম্বারে মেসেজ পাঠানোর ক্ষেত্রে একাউন্টকে ব্লক হওয়া থেকে বাঁচাতে সফটওয়্যারটি স্বয়ংক্রিয়ভাবে মেসেজের বিভিন্ন রকম ভেরিয়েশন বা সজ্জা তৈরী করতে পারে।
  •  
  • মেসেজ পাঠানোর পরে আপনার পাঠানো সকল মেসেজের রিপোর্ট দেখতে পারবেন।
  •  
  • ব্লক এড়াতে সকল নাম্বারে একসাথে সকল মেসেজ না পাঠিয়ে নির্দিষ্ট সময় পরপর পাঠানোর জন্য সময় নির্ধারন করতে পারবেন। এক্ষেত্রে সকল গ্রাহক একসাথে মেসেজ পাবে না। আপনার জন্যও এতে সহজ হবে যেহেতু সকল গ্রাহক একসাথে রিপ্লাই করবে না।
  •  
  • হোয়াটসঅ্যাপ গ্রুপ এর সকল নাম্বার সংগ্রহ করুন যাতে সমস্ত সদস্যকে পরবর্তী সময় মেসেজ পাঠিয়ে তাদের সাথে যোগাযোগ করতে পারেন।
  •  
  • অফার, নোটিফিকেশন ও প্রমোশনের জন্য সহজেই হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাতে পারবেন এবং 
  • নাম্বার ফিল্টার অপশনের মাধ্যমে হোয়াটসঅ্যাপ এবং নন-হোয়াটসঅ্যাপ নাম্বার গুলিকে পৃথক করতে পারবেন।

৫। কেন আপনার WhatsGrow ব্যবহার করা উচিত?

ব্যক্তিগত ব্যবহার: আপনার আত্নীয়, বন্ধু বা শুভাকাংখীদের সাথে ব্যক্তিগত যোগাযোগের জন্য যেমন ঈদ,পূজা,বিভিন্ন দিবসের শুভেচ্ছা বা কোনো প্রোগ্রামের দাওয়াত বা আপডেট এবং আপনার ব্যবসার প্রয়োজনে গ্রাহকের সাথে যোগাযোগের জন্য WhatsGrow ব্যবহার করুন।

পুনরায় বিক্রয়: আপনার ক্লায়েন্টের কাছে যেকোনো পণ্য বা সেবা পুনরায় বা বারবার বিক্রয় করতে WhatsGrow ব্যবহার করুন।

৬। কীভাবে হোয়াটসঅ্যাপ  মার্কেটিং সফটওয়্যারটি ইনস্টল করবেন?

  • আমাদের ওয়েবসাইট থেকে সফটওয়্যার ফাইলটি ডাউনলোড করে নিন।
  • সফটওয়্যারটি Zip ফাইল আকারে থাকবে, তাই প্রথমে Extract করে নিন।
  • Extract করতে ফাইলটি সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে Extract অপশনটি সিলেক্ট করুন।
  • Extract হয়ে গেলে এপ্লিকেশনটির উপর ডাবল ক্লিক করে ইন্সটল শুরু করুন।
  • Do you want to allow… লেখা উইন্ডোতে Yes সিলেক্ট করুন।

Next বাটনে ক্লিক করুন

আবার Next বাটনে ক্লিক করুন, এভাবে আবার ক্লিক করুন তারপর ইনস্টলেশন শেষ হবে। ইন্সটল শেষ হয়ে গেলে ডেস্কটপ বা ল্যাপটপ এর স্টার্ট মেনুতে WhatsGrow এর আইকনটি যুক্ত হবে। আইকন এর উপর ডাবল ক্লিক করলে সফটওয়্যারটি ওপেন হবে এবং সফটওয়্যারটি ব্যবহারের জন্য ইমেইল প্রয়োজন হবে। ইমেইল দিয়ে সাবমিট করলে নিচের উইন্ডোটি দেখতে পারবেন।

৭। কিভাবে ব্যবহার করবেন WhatsGrow – WhatsApp Marketing Sender Pro?

ভাষা পরিবর্তন: ”Tools” মেনু তে ক্লিক করুন ও ”Language” অপশনে গিয়ে ভাষা পরিবর্তন করুন। 

নম্বর ইম্পোর্ট: নাম্বারগুলি ম্যানুয়েলভাবে সিলেক্ট করে আপলোড করতে পারবেন। ধাপগুলো বুঝতে সফটওয়্যার স্ক্রিনের নির্দেশিকায় ক্লিক করুন। মোবাইল নাম্বারে কান্ট্রি কোড যুক্ত করতে ভুলবেন না।

মেসেজ সেন্ড: আপনি নাম্বার নির্বাচন করার পরে, মেসেজ বক্সে আপনার মেসেজটি টাইপ করুন।

মেসেজ লেখা শেষ হলে প্রয়োজনমত ফাইল যুক্ত করুন এবং মেসেজ যুক্ত করার কাজ হয়ে গেলে আপনি মেসেজটি সেন্ড করতে ”Send” বাটনে ক্লিক করবেন।

৮। অ্যাডভান্সড কিছু সুবিধাঃ

Turbo Fast Speed Mode: Turbo Fast Speed Mode হোয়াটসঅ্যাপ এ পৃথকভাবে চ্যাট মেসেজ না খোলায় দ্রুত মেসেজ পাঠায়। এর একটি সীমাবদ্ধতা হচ্ছে এটি ব্যবহার করার সময় Photos, PDF, Attachment ও Tags এসব ফাইল ওপেন হবে না।

অ্যাডভান্সড সেন্ডিং সেটিংস:  আপনি চিনেন বা আপনার নাম্বার সেভ করা আছে এমন কাউকে মেসেজ পাঠানর জন্য কিছু সেটিংস আছে যেমন ”Familiar Whatsapp accounts” ও ”Messages Dictionary”। আপনি ব্লক এড়াতে সকল নাম্বারে একসাথে সকল মেসেজ না পাঠিয়ে নির্দিষ্ট সময় পরপর পাঠানোর জন্য সময় নির্ধারন করতে পারবেন।

৯। কিছু সমস্যাঃ

  • আপনি যদি Windows 7 বা আরো পুরোনো ভার্সন ব্যবহার করে থাকেন তাহলে আপনাকে  .NET Framework টি version 4.5 এ আপডেট করতে হবে Microsoft Website থেকে। ডাউনলোড করার জন্য লিংক:  https://www.microsoft.com/en-in/download/details.aspx?id=49981
  • আপনি যখন সফটওয়্যারটি ব্যবহার করবেন তখন ক্রোম ব্রাউজার Web Whatsapp ওপেন করবে না। এর অর্থ হ’ল আপনার অ্যাকাউন্টটি পূর্ণ হয়ে গেলে আপনার অ্যাকাউন্ট থেকে হোয়াটসঅ্যাপ মেসেজগুলি ডিলেট করে ফেলতে হবে।

১০। VB.NET কোডের বিস্তারিতঃ

Solution Explorer Code:

Visual Studio তে কোডটি ওপেন করুন। সব VB Classes দেখতে পাবেন ”Classes” ফোল্ডারের ভেতরে এবং সব Forms  দেখতে পাবেন ”Forms” ফোল্ডারের ভেতরে।

 “FrmMain.vb” হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফর্ম, যা রোট ফোল্ডার। কোডের বাকি অংশটি বর্ণনা আকারে আছে। শীঘ্রই আরো টিউটরিয়াল আসবে। যেকোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন।

১১। ইমেইলঃ

যে কোনো প্রয়োজনে আমাদের braintouchit@gmail.com ইমেইলে মেইল করুন। আপনি কিছু পরিবর্তন করতে চাইলেও আমাদেরকে ইমেইল জানাতে পারেন।