WhatsGorw ব্যবহারের নিয়মাবলী
- নতুন WhatsApp একাউন্ট থেকে শুরুতেই অনেক বেশি মেসেজ পাঠাবেন না
- WhatsApp একাউন্ট একেবারে নতুন হলে ১ম দিন ৪০-৫০ টি মেসেজ পাঠান এবং এর পর থেকে প্রতিনিয়ত মেসেজ পাঠানোর পরিমাণ ধীরে ধীরে বাড়াতে থাকুন
- নতুন একাউন্ট থেকে ১ম দিকে ৪০-৫০ টি, পরের দিন ৬০-৭০ টি, পরের দিন ৮০-১০০ টি এভাবে ক্রমান্বয়ে মেসেজের পরিমাণ বাড়াতে থাকুন
- শুরুর দিকে এমন মেসেজ দিন যাতে মেসেজ প্রাপক রিপ্লাই করে। যত বেশি মেসেজ প্রাপকেরা আপনার মেসেজের রিপ্লাই করবে আপনার একাউন্ট তত বেশি সেইফ হতে থাকবে এবং মেসেজ পাঠানোর পরিমাণও তত বাড়াতে পারবেন।
- সব সময় মেসেজ পাঠানোর সময় চেষ্টা করবেন এমন ভাবে মেসেজটি সাজাতে যাতে করে অন্তত কিছু গ্রাহক রিপ্লাই করে।
- একসাথে বেশি মেসেজ পাঠানোর সময় সকল মেসেজ একসাথে না পাঠিয়ে দুটি মেসেজের মধ্যবর্তী সময় ১০/১৫/২০ সেকেন্ড সেট করে দিন।
- Active Sleep Between এ ১ম ঘরে ৫ এবং ২য় ঘরে ২ সেট করে দিন। অর্থাৎ প্রতি ৫ টি মেসেজ যাওয়ার পর ২ সেকেন্ড অতিরিক্ত বিরতি থাকবে।
- মেসেজ পাঠানোর সময় খেয়াল রাখতে হবে কোনো অবস্থাতেই যাতে কম্পিউটার স্লিপ মোডে না যায় বা বন্ধ না হয়।
- ইন্টারনেট কানেকশন চলে গেলে মেসেজ সেন্ডিং PAUSE করে রাখুন।
- হোয়াটসঅ্যাপ নাম্বার নয় এমন নাম্বার মেসেজ পাঠানোর জন্য সেট করা যাবেই না। হোয়াটঅ্যাপ নাম্বার নিশ্চিত হয়ে মেসেজ পাঠানোর জন্য সেট করুন।
বিশেষ সতর্কতা
- সাধারণ যোগাযোগ বা কম মেসেজ পাঠানোর ক্ষেত্রে আপনার প্রতিষ্ঠানের WhatsApp নাম্বার ব্যবহার করতে পারেন। তবে বেশি মেসেজ পাঠানোর সময় গুরুত্বপূর্ণ WhatsApp নাম্বার ব্যবহার করা থেকে বিরত থাকুন।
- বেশি মেসেজ পাঠানোর সময় অন্য কোনো WhatsApp নাম্বার থেকে মেসেজ পাঠান, প্রয়োজনে একাধিক নাম্বার থেকে মেসেজ পাঠান এবং মেসেজের নিচে প্রতিষ্ঠানের নাম যুক্ত করুন।
- বেশি মেসেজ পাঠানোর সময় অবশ্যই সকল মেসেজ একসাথে পাঠাবেন না। দুটি মেসেজের মধ্যে ১০/১৫/২০ সেকেন্ড বিরতি দিন। দুটি মেসেজের মধ্যবর্তী সময় Functions অপশন থেকে সেট করতে পারবেন।
- নাম্বার ফিল্টার করার সময় কোনো ভাবেই প্রতিষ্ঠান বা ব্যক্তিগত গুরুত্বপূর্ণ WhatsApp নাম্বার ব্যবহার করবেন না। অপ্রয়োজনই বা কম গুরুত্বপূর্ন WhatsApp নাম্বার ব্যবহার করুন
- একেবারে অপরিচিত নাম্বারে মেসেজ পাঠানো নিয়ন্ত্রণ করুন, সম্ভব হলে পরিহার করুন।
- অল্প সময়ে অনেক বেশি কিছু করার চেষ্টা পরিহার করুন, সময়ের সাথে সাথে কাজের গতি বাড়ান
- WhatsGrow ব্যবহারের সময় কৌশলী হোন, কৌশলী হতে পারলে অনেক বেশি কাজ করতে পারবেন